Khoborerchokh logo

রংপুরে রেলক্রসিং এ ট্রেন ও আটোরিকশার দূর্ঘটনায় নিহত চার আহত দুই। 95 0

Khoborerchokh logo

রংপুরে রেলক্রসিং এ ট্রেন ও আটোরিকশার দূর্ঘটনায় নিহত চার আহত দুই।



রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় উপজেলার অন্নদানগর রেলক্রসিংএ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ সোমবার(৩০মার্চ)দুপুরে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপর ৪ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়।রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোন গেট ম্যেন নাই। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।পীরগাছা থানার ওসি রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com